বৃষ্টি বয়ে নিয়ে আসা মৌসুমি বায়ু বিদায় নেওয়ায় দেশে ধীরে ধীরে উত্তরের বাতাস বইতে শুরু করেছে। আর ফলে অক্টোবরেই শীত নামার সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) আবহাওয়ার এক পুর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদফতর পুর্বাভাসে জানিয়েছে, এ বছর বাংলাদেশে মৌসুমি বায়ু প্রবেশ করে গত ৮ জুন। কক্সবাজারের টেকনাফ অঞ্চল হয়ে দেশে প্রবেশ করে তা চট্টগ্রাম, উত্তর-পূর্বের সিলেট এবং ধীরে ধীরে দেশের মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় যে জুলাই মাসে, সেখানে এবার গড় বৃষ্টির চেয়ে ৬০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। তবে চট্টগ্রামে এর রেশ কিছুটা রয়ে গেছে। এরই মধ্যে গ্রামাঞ্চলে রাতে হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। সকালে গাছপালা, ঘাসের ডগায় জমছে শিশির। শেষ রাতে শীত শীতও লাগছে। মৌসুমি বায়ু বিদায় নেয়ার পর রাতের তাপমাত্রা ক্রমেই কমতে শুরু করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২০ | সোমবার
ডিবিএন/এসই/ এমআরবি