চাঞ্চল্যকর শিশু তুহিন মিয়া (৫) হত্যা মামলায় বাবা আবদুল বাছির (৪০) ও চাচা নাসির উদ্দিনকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। খালাস দুইজন হলেন – জমসেদ আলী (৬০) ও ১৭ বছর বয়সী এক কিশোর।
সোমবার (১৬ মার্চ) সকালে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন।
উল্লেখ্য, প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য ২০১৯ সালের ১৩ অক্টোবর রাতে দিরাই উপজেলার কেজাউড়া গ্রামের আব্দুল বাছিরের ছেলে তুহিনকে তার বাবা-চাচা ও ভাইয়েরা মিলে নিমর্মভাবে হত্যা করে। পরে তুহিনের মরদেহ বাড়ির পাশে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়।
এ ঘটনায় তুহিনের মা বাদী হয়ে দিরাই থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে তুহিনের বাবা আব্দুল বাছির, চাচা নাছির উদ্দিন, জমসেদ, মোছাব্বির ও চাচাতো ভাই শাহরিয়ার বিরুদ্ধে আদালতে ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
মামলার অভিযুক্ত সব আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর পর মামলার রায় ঘোষণার জন্য ১৬ মার্চ দিন ধার্য করেন আদালত।