ক্রেতা সুরক্ষা আন্দোলন-ভলান্টারি মুভমেন্ট“ কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি গতকাল ১৬ অক্টোবর ২০২৩ইং সকাল ১০টায়, ঢাকার তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে (জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে) বিশ্ব-নিরাপদ খাদ্য দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত ৫ম বারের মত সিআরবি কনজিউমার এ্যাওয়ার্ড-২০২৩ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুষ্টিবিজ্ঞান ইনিস্টিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় এর পরিচালক ও প্রফেসর ডঃ খালেদা ইসলাম। আরো উপস্থিত ছিলেন ডিজাইনার কে জি এস সবুজ-প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী-সেলফ এইড ও মহাসচিব, কনজিউমার রাইটস-সিআরবি সহ সিআরবি’র সংশ্লিষ্ঠ সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে দেশের ৮টি বিভাগের ১০টি শ্রেনী পেশার শ্রেষ্ঠ পেশাজীবীকে কনজিউমার এ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়। সেই সাথে সিআরবি’র ৫জন সেরা স্বেচ্ছাসেবীকে পুরস্কার দেওয়া হয়। নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯” সংশোধন ও ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য “ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয়” প্রতিষ্ঠার দাবিতে উক্ত অনুষ্ঠানে ক্রেতা অধিকার সুরক্ষা ও সচেতনতায় নিবেদিত স্বেচ্ছাসেবী/ কনজিউমার এক্টিভিস্টরা দেশের ৪৩টি জেলার, উপজেলা ও মহানগর কমিটি সদস্যরা প্রতিনিধিত্ব করেন।
উল্লেখ্য, সিআরবি একটি বেসরকারী, অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী ভোক্তা অধিকার সংগঠন। সেলফ এইড-এর ভোক্তা অধিকার সচেতনতা ও গবেষণা প্রকল্পভূক্ত সতন্ত্র সংগঠন হিসাবে ১৬ অক্টোবর, ২০০৭ সিআরবি প্রতিষ্ঠিত হয়। সিআরবি বা কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি সমাজের সর্বস্তরে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা তৈরি ও তা বাস্তবায়নে কৃত্রিম মূল্যবৃদ্ধি, ভোক্তাদের পণ্যে ভেজালের হাত থেকে রক্ষা করার জন্য একটি সামাজিক গোষ্ঠী হিসাবে কাজের সূচনা করে। সিআরবি সর্বস্তরে ভোক্তা ও ভাড়াটিয়া অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ, স্বেচ্ছাসেবী হিসাবে কর্মরত। সংস্থাটি সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য এবং ভোক্তাদের অধিকার এবং স্বার্থ সুরক্ষায় সদা সচেষ্ট।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৫৫ | সোমবার
ডিবিএন/এসই/ এমআরবি