স্পোর্টস ডেস্ক /S.H:
শনিবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি ও চেলসি। দুর্দান্ত খেলে প্রথমবার ফাইনালে উঠে ম্যানচেস্টার সিটি। কিন্তু শিরোপা জয়ের স্বপ্ন রয়ে গেল অপূর্ণ। পোর্তোর স্তাদিও দো দ্রাগোয় ০-১ গোলে শিরোপায় নিজেদের নাম লিখায় চেলসি।
ম্যাচে শুরুতে ম্যানচেস্টার ও চেলসি দু’দলই নিজেদের সেরাটা দিয়ে আক্রমণ করতে থাকে। দু’দলের সামনেই আসে দারুণ কিছু গোল করার সুযোগ। বিশেষ করে চেলসির ডিফেন্ডারদের রক্ষণ কোনো ভাবেই অতিক্রম করতে পারছিলেন না গার্দিওল বাহিনীরা। খেলার ৩৯ মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার সিলভা। তবে তার ফলে চেলসির ডিফেন্সে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। এর তিন মিনিট পরেই মাঝ মাঠ থেকে মেসন মাউন্টের দেওয়া বল নিয়ে দুর্দান্ত গোল করেন কাই হাভার্টজ। চেলসির হয়ে এইটি তার প্রথম গোল। গোল শোধ করতে মরিয়া হয়ে উঠে সিটি। তিনটি পরিবর্তন এনেও চেলসির করা গোল শোধ করতে সক্ষম হয়নি সিটি। থমাস টুখেলের বাহিনীর কাছে শিরোপা হারতে হয় গার্দিওলা বাহিনীর। ২০১২ সালের পর আবারও ইউরোপ চ্যাম্পিয়ন লিগের শিরোপা জিতল চেলসি।