আলামিন আলী-চাঁপাইনবাবগঞ্জ-প্রতিনিধিঃ শিবগঞ্জ উপজেলায় সাদিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এক নবজাতকের শিশুর মৃত্যু হয়েছে । উপজেলার ছত্রাজিতপুর এলাকার মোঃ টুটুল ও মোসাঃ সানজিদা বেগম দম্পতির ২৩ ফেব্রুয়ারি তারিখে সাদিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নবজাতকের জন্ম হয় ।
২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ৬:৩০ মিনিট নবজাতকের মৃত্যু হয় এবং নবজাতক শিশুর মামা মোঃ কাজোল হোসেন চিকিৎসকের অবহেলায় এবং অক্সিজেন না থাকায় ও চিকিৎসক সময়মতো চিকিৎসা না দেওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে বলে জানায়।
মোসাঃসাহিদা বেগম স্বামী মোঃ লিটন উপজেলার সাহাপাড়া গ্রামের সিজারের রোগীর আত্বীয় সাদিকুল ইসলাম বলেন আমার রোগীকে চিকিৎসক সময়মতো চিকিৎসা দেয়না এবং তাকে ডাকা হলে তিনি সময় মতন চিকিৎসা দিতে আসেন না বলে অভিযোগ করেন।
মোসাঃ তাহেরা নামের এক জরায়ু অপারেশনের রোগীর অভিযোগ করে বলেন আমি পুরুষ ডাক্তার দিয়ে অপারেশন করাব না এবং তখন ডাঃ শফিউল ইসলাম নার্স কে মহিলা ডাক্তার সাজিয়ে বলেন রাজশাহী থেকে মহিলা ডাক্তার এসেছে এবং তিনি আরও বলেন আমার একসাথে তিনটি অপারেশন করা হয়েছে এবং ব্যাথায় চিৎকার করলে ডাক্তার মারধরের হুমকি দেন, তিন দিন হয়ে গেল এখন পর্যন্ত আমার কোনো উন্নতি হয়নি। রোগীর ছেলে বলেন আমার আম্মা অপারেশন করা হয়েছে তিন দিন এখন পর্যন্ত তিনি পা নাড়াতে পারছেন না।
নবজাতকের মৃত্যুর বিষয়ে ডাক্তার মোহাম্মদ শফিউল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন নবজাতকের অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে বললে তারা যায়নি, অন্য রোগীদের বিষয়ে জানতে চাইলে তিনি জানান টাকা কম দেয়ার জন্য প্রত্যেকটি রোগী শেষে ঝামেলা করে।
এ বিষয়ে শিবগঞ্জ সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী জানান ভুক্তভোগী সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে ।