সরকার স্বাস্থ্যবিধি মেনে খুব শিগগিরই দেশের হিফজ মাদ্রাসাগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর মৌখিক সম্মতিও পাওয়া গেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ১২ জুলাই থেকে হাফিজিয়া মাদ্রাসা খোলার অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সংশ্লিষ্টদের। আগামী দুই-তিন দিনের মধ্যে মন্ত্রিপরিষদ সচিবের পক্ষ থেকে লিখিত প্রজ্ঞাপন জারির কথা রয়েছে।
বুধবার সিনিয়র সহকারী সচিব মুহা. আবুল কালাম আযাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় ধর্ম মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাফিজিয়া মাদ্রাসা এবং হিফজখানার শিক্ষা কার্যক্রমে নিরবিচ্ছিন্ন অধ্যবসায়ের কথা উল্লেখ করে এর কার্যক্রম চালু করতে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের পক্ষ থেকে আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, বর্তমান প্রেক্ষাপটে সার্বিক অবস্থাও বিবেচনা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
এদিকে মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও বিষয়টি নিশ্চিত করেছেন। ঈদুল ফিতরের পর থেকেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কওমি মাদ্রাসা খুলে দেয়ার আহ্বান জানিয়েছিলেন আলেমরা।
কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এতদিন সে অনুমতি পাওয়া যায়নি। ছাত্র-ছাত্রী ভর্তির সুবিধার্থে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে কওমি মাদ্রাসার অফিস খোলার অনুমতি দেয়া হয়েছিল।