খুলনার পাইকগাছায় ভুবনমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন,প্রতিবাদসভা ও উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে স্মারকলিপি দেয়া হয়েছে।
গত ৫ জানুয়ারী ভুবনমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম ঘোষকে চেয়ার থেকে কান ধরে উঠিয়ে গলা ধরে বের করে দেন বিদ্যালয়ের সভাপতি আরশাদ আলী বিশ্বাস। এর প্রতিবাদে রোববার দুপুরে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে মানববন্ধন ও প্রতিবাদসভা সভা অনুষ্ঠিত হয়।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ,শেখ আব্দুর রহমান, দীপক চন্দ্র সরকার,রহিমা আক্তার শম্পা,অঞ্জলি রানী সীল,এম এম মতিয়ার রহমান, সুব্রত কুমার সানা,খায়রুল ইসলাম,স্বপন কুমার হালদার,পবিত্র কুমার সানা ও,আমিনুর রহমান। পরে শিক্ষরা সভাপতির অপসারণ ও শাস্তির দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি