প্রদীপ কুমার দেবনাথ, প্রতিবেদকঃ বাংলাদেশ শিক্ষক সমিতি ২৭ সেপ্টেম্বর রবিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে ৫ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দে বিশ্ব শিক্ষক দিবসে ‘শিক্ষক মহাসমাবেশের’ কর্মসূচি ঘোষণা করেন।
এ কর্মসূচি ঘোষনাকালে বাশিস সভাপতি নজরুল ইসলাম রনি বলেন ‘বেসরকারি শিক্ষকরা সরকারি বেতনভুক্ত হলেও অদ্ভুতভাবে তাদের ২৫% ঈদ বোনাস, ১০০০ টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা ছাড়া আর কিছুই পাচ্ছে না। এটা এমন এক চাকরি যেখানে বদলী নেই, অবসর ভাতার নির্দিষ্ট বিধান নেই, কল্যাণ ট্রাস্টের নামে অর্থ কর্তন সহ চরম নৈরাজ্যের শিকার বেসরকারি এই শিক্ষক সমাজ। তারা আর্থিক, সামাজিক ও রাজনৈতিক ভাবে চরম অবহেলার শিকার। একমাত্র জাতীয়করণই পারে এ সমস্যার সমাধান দিতে।
তিনি এ সংবাদ সম্মেলনে আরো বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে শিক্ষকগণ চরম আর্থিক কষ্টে আছেন। কষ্টে থেকেও শিক্ষার মান উন্নয়নের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। তাই এই সব ধরনের সংকট ও সমস্যা উত্তরণের পথ হলো জাতীয়করণ। তাই আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে এই প্রেসক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে শিক্ষক মহাসমাবেশ হবে। তিনি এ সময় বেসরকারি শিক্ষক/কর্মচারীদের শিক্ষক মহাসমাবেশে যোগদানের আহবান জানান।
এ সময় বাশিসের কেন্দ্রীয় মহাসচিব মেজবাহুল হক প্রিন্স, প্রধান উপদেষ্টা সাইদুল হোসেন সাহেদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ফজর আলী, মো. আলাউদ্দিন ভূঁইয়া, মো. বজলুর রহমান, শাহনাজ সুলতানা, বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম এর প্রতিষ্ঠাতা মো. আবজালুর রশিদ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, মহাসচিব বদরুজ্জামান বাদল, বাংলাদেশ বেসরকারি অনার্স – মাস্টার্স পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোড়ল, বাংলাদেশ শিক্ষক কর্মচারী মঞ্চের মহাসচিব আবুল বাশার নাদিম, মাধ্যমিক ও কারিগরি শিক্ষক পরিষদের মহাসচিব প্রকৌশলী আবুল বাশার, বাশিসের সিনিয়র যুগ্ম-সচিব মো. নাসির আহমেদ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সাংবাদিক ও কলামিস্ট প্রদীপ কুমার দেবনাথ, যুগ্ম মহাসচিব মনসুর ইসলাম, সাহেদুল ইসলাম, সহকারী মহাসচিব মো. মঈনুল ইসলাম, সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. হান্নান সরদার, প্রচার সম্পাদক এ বি সিদ্দিক, অর্থ সম্পাদক মো. সামসুল হক তরফদার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাইদুর রহমান, সমাজ কল্যান সম্পাদক খান মুহাম্মদ মামুন, মহিলা বিষয়ক সম্পাদক ইয়াসমিন বেগম, আইন বিষয়ক সম্পাদক এম এ মতিনসহ প্রমুখ।