আগামী ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) চট্টগ্রাম মাইজভান্ডার শরীফস্থ গাউসিয়া রহমানিয়া গনি মঞ্জিল এর মহান ওলিয়ে কামেল মোজাদ্দেদে জামান হযরত মাওলানা শাহসূফি সৈয়দ আবদুল গনি চৌধুরী মাইজভান্ডারী (ক.)’র ৯০ তম বেসাল বার্ষিকী ওরশ শরিফ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সাজ্জাদানশীনে দরবার প্রফেসর শাহ সুফি সৈয়দ সফিউল গনি চৌধুরী মাইজভান্ডারী (মা.জি.আ.)’র সভাপতিত্বে ওরশ শরীফ প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন-শাহজাদা নুরুল গনি চৌধুরী, শাহজাদা আহমদ গনি চৌধুরী, শাহজাদা মোহাম্মদ গনি চৌধুরী, মাওলানা কাজী সেলিম উদ্দীন, ওহিদুর ইসলাম, পারভেজ গনি চৌধুরী, মোহাম্মদ ইউছুফ, মুজিবুর রহমান মুন্না, ইব্রাহিম খান, আহমদ উল্লাহ খান, এরশাদ খান, মোহাম্মদ ফারুক, কবির খান, শাহজাহান প্রমুখ।
পবিত্র ওরশ শরীফ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষে বিশদ আলোচনা করা হয়। এ উপলক্ষে খতমে কোরআন, সেমিনার, মিলাদ মাহফিল, সেমা মাহফিল, আখেরি মুনাজাত ও তবরুক বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিশেষে, বাংলাদেশের জনগণ ও মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধি এবং বিশ্ব শান্তি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন প্রফেসর শাহসূফি সৈয়দ সফিউল গনি চৌধুরী মাইজভান্ডারী (মা.জি.আ)।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৫৯ | সোমবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি