সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরের পরিবেশবাদী সংগঠন BCF এর উদ্যোগে ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১.০০ ঘটিকায় একহাজার তালগাছ ও বীজ রোপন করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাবলু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এনামুল হক, ডাঃ মোতারব হোসেন, নজরুল ইসলাম, রেজাউল করিম রেজা, তারেক হোসেন সুমন, ও সামিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
আয়োজকদের মধ্য উপস্থিত ছিলেন BCF এর চেয়ারম্যান আরিফুল ইসলাম। রাকিবুল ইসলাম রাকিব, মেহেদী হাসান, নাজিম আহমেদ, লিটন, জাকারিয়া, হাসাস, মনিরুল সহ প্রমুখ।
প্রধান অতিথি বলেন,গাছ মানুষের প্রকৃত বন্ধু। তালগাছ আমাদের বিভিন্নভাবে উপকারে আসে বজ্রপাত থেকে রক্ষা করে তালগাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়তা করে তাল গাছ । বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের জন্য সকলকে তালগাছ সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করতে হবে এবং সুষমও জলবায়ু পরিবর্তনের জন্য গাছের গুরুত্ব অপরিসীম।
শাজাহানপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোতারব হোসেন বলেন, তাল ভিটামিন বি-এর আধার। তাই ভিটামিন বি-এর অভাবজনিত রোগ প্রতিরোধে তাল ভূমিকা রাখে। তালে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস আছে, যা দাঁত ও হাড়ের ক্ষয় প্রতিরোধে সহায়ক। কোষ্ঠকাঠিন্য ও অন্ত্রের রোগ ভালো করতে তাল ভাল ভূমিকা রাখে।