বগুড়া শাজাহানপুরে একশত পঞ্চাশ জন দুঃস্থ, অসহায়, ভিক্ষুক ও প্রতিবন্ধী শীতার্থদের মাঝে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা শীতবস্ত্র বিতরণ করেছে। ১৪ জানুয়ারি (মঙ্গলবার) বেলা ১১ ঘটিকায় উপজেলার ডোমনপুকুরে শীতার্থদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যত্তম প্রতিনিধি নাফিউল ইসলাম সম্রাট ও মেহেদী হাসানের সঞ্চালনা প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন,শাজাহানপুর উপজেলা আইসিটি অফিসার মুস্তাফিজুর রহমান, ডোমন পুকুর আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইসমাইল হোসেন। বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদ হাসান, ইমন হাসান, মাহিদুল ইসলাম, আব্দুস সোবাহান, নাগরিক কমিটির শাজাহানপুর উপজেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির হিমু, আবু হাসান, ইমন হাসান প্রমুখ।
প্রধান অতিথি তাইফুর রহমান বলেন, হিমেল হাওয়ার সাথে বগুড়াসহ উত্তরবঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। শীতে বিপাকে পরে যায় খেটে খাওয়া দরিদ্র মানুষ।উপজেলার মধ্য থেকে দুঃস্থ,অসহায়দের শীত নিবারন করার জন্য, শীতবস্ত্র নিয়ে শীতার্থ মানুষদের বের করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধিরা।
এই তীব্র শীতের মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল পেয়ে খুশি দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা।
আজ ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি | রাত ১২:০৯ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি