সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরে বৃহস্পতিবার ৩.০০ ঘটিকায় মাঝিড়া বাইপাসে ওএমএস কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
দেশে চালের বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে বৃহস্পতিবার থেকে দেশব্যাপী চাল ও আটা খোলা বাজারে বিক্রি শুরু হচ্ছে। ওএমএসের আওতায় ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করবে সরকার।এরই ধারাবাহিকতায় শাজাহানপুরের ওএমএসের কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ, থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সহ প্রমুখ।
উপজেলার ওএমএস ডিলার আলমগীর হোসনের মাধ্যমে মাঝিড়া বাইপাসে সপ্তাহের ৫ দিন শুক্রবার ও শনিবার ব্যতীত সকাল ৯টা থেকে ৫ টা পযন্ত জনপ্রতি ৫ কেজি চাল ৩০ টাকা দরে বিক্রয় করা হবে।