বিশ্ব শ্রমবাজার করোনা মহামারীর কশাঘাতে বিপর্যস্ত হলেও এবার শর্তসাপেক্ষে কাতারের শ্রমবাজার খুলতে যাচ্ছে দেশটির সরকার। ফলে করোনা পরিস্থিতিতে ছুটিতে দেশে এসে আটকে পড়াদের ফিরে যাওয়া বা ওই দেশেই কর্মহীন হওয়া বাংলাদেশিদের জন্য ফের কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পরই বাংলাদেশিদের জন্য কাতারে প্রবেশ নিষিদ্ধ করেছিল ওই দেশের সরকার। গত রবিবার কাতার ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এখন থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশি কর্মীরা কাতারে প্রবেশ করতে পারবেন। এর ফলে উৎকণ্ঠার অবসান হলো কাতারগামী রেমিট্যান্সযোদ্ধাদের। কাতার নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বেশ কয়েকটি বিমান সংস্থাও নতুন করে ফ্লাইট সিডিউল ঘোষণা করেছে।
বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, কাতার সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আজ ২৯ ডিসেম্বর রাত থেকে বিমানের মাস্কাটগামী ফ্লাইটগুলো আবার নিয়মিত চলাচল করবে। এর জন্য বাতিলকৃত ফ্লাইটগুলোর যাত্রীদের নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হবে।