ডিবিএন নিউজঃ চসিকের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী ও নবনির্বাচিত ৫৪ কাউন্সিলররা আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ গ্রহণ করেছেন।
গণভবণ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শপথবাক্য পাঠ করালেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া নির্বাচিত ১৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং ৪০ জন সাধারণ কাউন্সিলর কে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
এদিকে, ৪১ ওয়ার্ডের মধ্যে ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এই ওয়ার্ডে আগামী ২৮ ফেব্রুয়ারি কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে।
অন্যদিকে, গতকাল রেজাউল করিম চৌধুরী জানিয়েছেন, ‘শপথ গ্রহণ শেষে ৩২ নম্বর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। পরদিন শুক্রবার সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করব। সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে সুধী সমাবেশ করব। সেখানে সবার পরামর্শ নিয়ে করপোরেশনে গিয়ে মেয়রের দায়িত্ব গ্রহণ করব।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম। ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সিটি মেয়র নির্বাচিত হন তিনি।