মো হায়াতুজ্জামান নড়াইল প্রতিনিধি,
নড়াইলের লোহাগড়ায় কামনা শিশু সেন্টারে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৭ মার্চ রবিবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হয়। সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল শেখ
অতিথি সারিতে উপস্থিত ছিলেন কবি অধ্যাপক বেলাল সানি, অধ্যাপক আবু আব্দুল্লাহ, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূঁইয়া, শিক্ষক আবদুল হান্নান বিশ্বাস প্রমুখ।
কবি কামনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মো. রেজাউল ইসলাম।
দিবসটি উপলক্ষ্যে প্রথমে কবিতা পাঠ,আলোচনা ও সবশেষে শিশু সেন্টারের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের ৭৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন ইভেন্টে পুরষ্কার প্রদান করা হয়। আলোচনায় বক্তারা শিশুদের কে বঙ্গবন্ধুর আদর্শ ও জীবন ইতিহাস জানার প্রতি গুরুত্বারোপ করেন।