লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় লকডাউন বাস্তবায়নে কাজ করছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আহসান হাবীব জিতু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী। এ সময় লকডাউন না মানায় ৩৭টি মামলায় ১৪ হাজার ৩৩০ টাকা জরিমানা আদায় করেছে। এ সময় সাথে ছিলেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ। পরে তাদের সাথে যোগদেন বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার ১০ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মো. মুকতাদির আহমেদ আসিফসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ।
মো. আহসান হাবীব জিতু জানান, লকডাউন চলাকালীন অযথায় ঘর থেকে বের হওয়া যাবে না। করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন না মেনে দোকানপাট, শপিংমল খোলা রাখা এবং অযথায় ঘুরাঘুরি করার দায়ে সংক্রমণ আইন ২০১৮-এর ২৪ ধারামতে ৩৭টি মামলায় ১৪ হাজার ৩৩০ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।