লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব পালন উপলক্ষে সারাদেশে মত চট্টগ্রামের লোহাগাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি এবং জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন,থানা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, স্বাস্হ্য বিভাগ,বনবিভাগসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম কবির,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানা,লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ, উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুল ইসলাম,উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ সাদ্দাম হোসেন রোমান খাঁন, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত সকল কর্মকর্তারা উপস্হিত ছিলেন।
বীর শহীদদের আত্নার মাহফিরাত এবং জাতির পিতা বঙ্গবন্ধু ও ১৫ই আগষ্টে নিহত তার পরিবারের সকল সদস্যদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লোহাগাড়ি মডেল মসজিদের খতিব মাওলানা আবদুল গফুর।
এ ছাড়াও সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে লোহাগাড়া উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে লোহাগাড়া উপজেলা আ’লীগ একটি বিজয় র্যালী ও আলোচনা সভার আয়োজন করে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরুসহ উপজেলা আ’লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দিবসটি উপলক্ষে উপজেলা বি.এন.পি ও শহীদ মিনার শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপজেলা বি.এন.পির আহব্বায়ক নাজমুল মোস্তফা আমিনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।