মোঃ মিনহাজ উদ্দীন, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় লোহাগাড়া থানা পুলিশ ও বন বিভাগ যৌথ অভিযানে মহা বিপন্ন প্রজাতির তিনটি প্রাণী উদ্ধার হয়েছে। গতকাল রাতে চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে প্রাণীগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান।
এ ঘটনায় এরশাদ নামের এক জনকে আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃত এরশাদ কুমিল্লা জেলার মুরাদনগর থানার দক্ষিণ পাড়ার নোয়াব মিয়ার ছেলে।
উদ্ধার হওয়া প্রাণীগুলোর মধ্যে রয়েছে একটি সজারো ও দুইটি লজ্জাবতী বানর। উদ্ধার করা প্রত্যেকটি প্রাণীই বিলুপ্ত প্রজাতির।
উদ্ধার অভিযানে অংশ নেন লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান, চুনতি অভয়ারণ্য বন রেঞ্জ কর্মকর্তা মোঃ মাহমুদ হোসেনসহ থানা ও বন রেঞ্জ এর কর্মকর্তারা।
লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর জানান,গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে চেক পোস্ট বসিয়ে বন্য প্রাণীগুলো উদ্ধার করা হয়।
চুনতি অভয়ারণ্য বন রেঞ্জ কর্মকর্তা মোঃ মাহমুদ হোসেন বলেন,উদ্ধার করা প্রত্যেকটি প্রাণীই বিলুপ্ত প্রজাতির। উদ্ধার অভিযান শেষে প্রাণীগুলো চুনতি অভয়ারণ্যে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এগুলো অবমুক্ত করার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।