মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সর্বোচ্চ সীমা বাড়ানোর পাশাপাশি লেনদেনের সংখ্যা বাড়ানো হয়েছে। এখন থেকে দিনে সর্বোচ্চ পাঁচ বারে মোট ৩০ হাজার টাকা ক্যাশ-ইন করা যাবে, যা আগে ছিল সর্বোচ্চ দুই বারে ১৫ হাজার টাকা।
রোববার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের এক বিজ্ঞপ্তিতে এ সীমা বাড়ানোর কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিনে ২৫ হাজার টাকার বেশি টাকা তোলা (ক্যাশ-আউট) যাবে না। আগে তোলা যেতো ১০ হাজার টাকা। এখন থেকে মাসে তোলা যাবে সর্বোচ্চ ২০ বারে মোট এক লাখ ৫০ হাজার টাকা। আগে এর পরিমাণ ছিল ৫০ হাজার টাকা।
# সময় নিউজ