আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষে একদিনেই ২৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন দেড় শতাধিক। আজ রোববার (২৮ আগস্ট) লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
গণমাধ্যম আল-জাজিরা জানায়, গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুটি সশস্ত্রগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়, যা এখনও চলমান। শনিবারও (২৭ আগস্ট) দুই গ্রুপের সংঘাতে রণক্ষেত্রে পরিণত হয় ত্রিপোলি। এদিকে যে এলাকায় সংঘাত চলছে সেখানে কূটনৈতিক মিশনসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার অফিস থাকায় উদ্বেগ বাড়ছে। সংঘাতের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে ত্রিপোলি বিশ্ববিদ্যালয়।
ত্রিপোলির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লড়াইয়ের সময় কমপক্ষে ২৩ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। নিহতদের মধ্যে তরুণ কমেডিয়ান মুস্তফা বারাকাও রয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে ফাথি বাশাঘা লিবিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর থেকেই দেশটিতে উত্তেজনা বাড়তে থাকে। সে সময় দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন আবদুল হামিদ। নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান তিনি। এরপরই লিবিয়ায় দুটি ধারার তৈরি হয়। একটি পূর্বপন্থি আর অন্যটি পশ্চিমপন্থি।
এদিকে, জাতিসংঘ লিবিয়ায় রাজনৈতিক দলগুলোকে অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে।