লিবিয়ার জাতীয় চুক্তির সরকার (জিএনএ) এর স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ২৬ বাংলাদেশী সহ মোট ৩০ জন অভিবাসীকে মিজদা শহরে গুলি হত্যা করেছে পাচারকারি চক্র। এছাড়া আরো ১১ জন আহত হয়েছেন যারা জিন্তান শহরে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দীর্ঘদিন যাবত ভূমধ্যসাগর হয়ে ইউরোপে মানবপাচারের অন্যতম রুট হয়ে উঠেছে লিবিয়া। এক মানবপাচারকারীর খুনের বদলায় তার দলের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। ১৫ দিন আগে কাজের সন্ধানে বেনগাজী থেকে ত্রিপলি শহরে নিয়ে আসার পথে মোট ৩৮ জন বাংলাদেশি মিজদাহ শহরে মানবপাচারকারীদের হাতে মুক্তিপণ আদায়ের জন্য জিম্মি হন। অত্যাচার নির্যাতনের একপর্যায়ে মুল অপহরণকারী লিবিয়ান ব্যক্তিকে হত্যা করে অপহৃতরা। এর জের ধরে অন্য দুষ্কৃতিকারীরা আকস্মিকভাবে তাদের ওপর এলোপাতাড়ি গুলি করে। এতে ২৬ জন বাংলাদেশি নিহত হয়। এদের মরদেহ মিজদাহ হাসপাতালে রয়েছে।