ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : সারাদেশে যখন করোনা মহামারীর মধ্য জনজীবন বিপর্যস্ত নিম্নবিত্ত পরিবারগুলো যখন অনাহারে দিনপাত করতেছে ঠিক তখনি আবার ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে স্বরনকালের ভয়াবহ বন্যায় ডুবে গেছে দেশের অনেকাংশ। এ যেন কাটাঘায়ে নুনের ছিটার মত। ঠিক এরকম সময়েই লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে ত্রাণ বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় ত্রাণ বিতরণের দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ট্যাগ কর্মকর্তা) মাহবুবুল আলমের উপর হামলা চালায় চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদের লোকজন।
এসময় ওই কর্মকর্তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন গ্রাম পুলিশ সেরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) সামিউল আমিন।
হাতীবান্ধা উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ট্যাগ কর্মকর্তা) মাহবুবুল আলম বলেন, অনিয়মের অভিযোগে বুধবার ত্রাণ বিতরণ বন্ধ করে দেয়া হয়। বৃহস্পতিবার আবারও অনিয়ম দেখতে পেলে আমি প্রতিবাদ করি। কিছু বুঝে ওঠার আগেই চেয়ারম্যানের লোকজন আমার উপর হামলা করে। এ সময় আমি হলরুমে আটকা পরে যাই। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।
তবে উক্ত হামলার বিষয়ে জানতে চাইলে,ডাউয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদ অভিযোগ অস্বীকার করেছেন।