ঈশাত জামান মুন্না,
লালমনিরহাট প্রতিনিধি: জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে বারো (১২) কেজি গাঁজা ও একটি কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরবাইকসহ দুইজন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই বাদল কুমার মন্ডল সঙ্গীয় এএসআই বিষ্ণুপদ দাস, এএসআই প্রকাশ চন্দ্র, এএসআই ফয়জুর রহমান সহ ১৮/০২/১৯ তারিখ রাত্রিতে কালীগঞ্জ থানার কাকিনা কাচারী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২(বারো) কেজি গাঁজা ও মোটরবাইক সহ মাদক ব্যবসায়ী, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার গোড়কমন্ডল গ্রামের মৃত নাদের আলীর পুত্র মোঃ আইনুল ইসলাম (৩২) ও একই গ্রামের মোঃ আবুল কাশেমের পুত্র রফিকুল ইসলাম অপু (২৫) কে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মকবুল হোসেন জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির সাথে সঙ্গতী রেখে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান গাঁজা ও একটি কালো রঙের পালসার (১৫০) সিসি মোটরবাইকসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্ত্রে কালীগঞ্জ থানার মামলা নং- ২২, তারিখ- ১৮/০২/১৯ ইং, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৯(খ) রুজু হয়েছে।