ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে সর্বশেষ একজন গৃহিনী ছিলেন করোনা পজেটিভ। অবশেষে তিনিও আপাতত করোনাকে জয় করলেন। করোনা জয় করায় আদিতমারী থানা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেই সাথে হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসা সনদ বিতরণ ও লকডাউন মুক্ত করা হয়েছে তাকে।
গেল রবিবার (২৮ জুন) সকালে আদিতমারী হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই গৃহিণীকে ফুলেল শুভেচ্ছা ও চিকিৎসা সনদ তুলে দেয়া হয়।
ওই সময় আদিতমারী হাসপাতালের কর্মরত চিকিৎসক ও আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। আদিতমারী থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার সকল করোনা যোদ্ধা ও তাঁর পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। সেইসাথে শ্রদ্ধা জানানো হয় সামনের সারির সেবাদানকারী যোদ্ধা, ডাক্তার স্নিগ্ধা দেবনাথ মহোদয়কে। যিনি তাঁর সহকর্মীদের নিয়ে ক্লান্তিহীন সেবা দিয়ে আদিতমারীর সন্মানিত জনগণের পাশে রয়েছেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানান, আদিতমারী উপজেলা আপাতত করোনামুক্ত। সেই সাথে তিনি সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় ও হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলে করোনা মুক্ত সমাজ গড়তে সকলের সহায়তা কামনা করেন ।