তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা বনের পাশের রাস্তায় বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি চশমাপরা হনুমান বৈদ্যতিক শর্ট সার্কিটে মারা গেছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এই খবর বনবিভাগ জানতে পেরেছেন। বুধবার রাতে কোনো এক সময় প্রাণীটি মারা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
এই বৈদ্যতিক তারে জড়িয়ে এর আগেও একটি চশমাপরা হনুমান ও একটি লজ্জাবতী বানর মারা গেছে বলে জানিয়েছেন বানর গবেষক তানভীর আহমদ সৈকত। তিনি বলেন, এখানে বৈদ্যুতিক তারে প্রলেপ দেওয়া প্রয়োজন। না হলে পৃথিবীব্যাপী বিপন্ন ও দেশে মহাবিপন্ন এসব প্রাণীর অপমৃত্যু থামানো যাবে না।
তিনি আরো জানান, সিলেটের বিভিন্ন বনে সর্বশেষ জরিফে প্রায় ৪০০ টি চশমাপরা হনুমান আমরা পেয়েছিলাম। আমাদের অভজারবেশনেও ছিল বনের ভেতর দিয়ে যাওয়া বৈদ্যতিক তারের কারণে বানর মারা যাচ্ছে এবং বনের ভেতর দিয়ে যাওয়া সড়ক পথে। তবে ২০১৮-১৯ সালের সংক্ষিপ্ত জরিপে ৮ টি গ্রুপে প্রায় ৭০ টি চশমাপরা হনুমান পাওয়া গিয়েছিল এই লাঠিটিলা বনে।
বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, আমি একটু আগে জেনেছি। বিস্তারিত খবর নিচ্ছি। এইবনে আরও প্রানী আছে যারা বৈদ্যতিক তারের উপর দিয়ে চলাচল করে। আমরা বিদ্যুৎ বিভাগকে সব সময় বলি বনের ভেতরের লাইনে রাবারের কাভার দিতে। আজ লাঠিটিলা নিয়ে বিদ্যুৎ বিভাগকে লিখিত দেব এবং এর জন্য একটি তরিত গতিতে কিছু একটা সমাধান প্রয়োজন।