আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে ঠিক করা লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত কথিত বিশেষ সামরিক অভিযান চলবে বলে গতকাল শুক্রবার (৩ জুন) রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন। আর এর মাধ্যমে লুহানেস্ক ও দোনেৎস্কের কথা বুঝিয়েছেন তিনি।
ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পর রাশিয়া জানায়, পুরো লুহানেস্ক ও দোনেৎস্ককে ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীদের হাত থেকে স্বাধীন করবে তারা।
পেসকোভ এ ব্যাপারে বলেন, আমাদের অন্যতম লক্ষ্য হলো লুহানেস্ক ও দোনেৎস্ক রিপাবলিকের জনগণকে রক্ষা করা। তাদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নির্দিষ্ট ফলাফল অর্জিত হয়েছে বলেই মনে করেন তিনি।
উল্লেখ্য, বর্তমানে লুহানেস্কের প্রায় ৯০ ভাগ দখল রাশিয়ার অধীনে আছে। পুরো লুহানেস্ক দখল করতে তারা সেভেরোদোনেৎস্ক শহরে আক্রমণ চালাচ্ছে। এ শহরটির বেশিরভাগ অঞ্চলও রাশিয়ার দখলে আছে।
অন্যদিকে গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আফ্রিকান ইউনিয়নের প্রধান ও সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সেল বৈঠক করেন। আর এ বৈঠকের বিষয়টি নিয়ে কথা বলেছেন রুশ মুখপাত্র দিমিত্রি পেসকোভ। তিনি বলেছেন, পুতিন আফ্রিকান ইউনিয়নের নেতাকে ইউক্রেনের সত্যিকারের পরিস্থিতি সম্পর্কে বিশেষভাবে জানাবেন।