মোঃ জহির হোসেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে শনিবার (১৩) জুন পালের হাট বাজারে মানববন্ধন পালন করে বিভিন্ন সংগঠন।
গতকাল দুপুরে বানববন্ধন করা হয় মানববন্ধনে হিরা মনিকে ধর্ষণ এবং হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়। ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয় হত্যকারিদের গ্রেপ্তারের জন্য।
এর আগে শুক্রবার তার নিজ বাড়িতে তাকে একা পেয়ে ধর্ষণ করে হত্যা করে। হিরা মনি সদর উপজেলার দক্ষিন হামছাদি ইউনিয়ন নন্দনপুর গ্রামের হারুনুর রশিদের মেয়ে । হিরা মনির বাবা হারুনুর রশিদ অসুস্থ থাকায় ঢাকা ঢাকায় চিৎিসার জন্য তার মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা ঢাকায় আবস্থান করে। পরিবারে স্বজনরা জানায় হিরা মনি তার নানার বাড়ি থেকে জামা কাপড় নেওয়ার জন্য বাড়ি আসলে বৃষ্টিতে আটকা পড়ে। এতে হিরা মনিকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে তাকে হত্যা করে। নিহত হিরা মনি পালেরহাট পাবলিক হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী।
গত শুক্রবার রাতে হীরামনিকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ছাত্রীর মা ফাতেমা বেগম বাদী হয়ে অজ্ঞাত কয়েক জনকে আসামি করে সদর থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সুমন-ও-আরিফ নামের দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তবে এখনো পর্যন্ত হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন লক্ষীপুরের পুলিশ সুপার ডঃ এ এইচ এম কামরুজ্জামান।
জেলার পুলিশ প্রধান নিহত হিরা মনির পরিবারের স্বজন এবং এলাকাবাসিকে আশ্বস্ত করেন অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে, অপরাধীদের কোন ভাবে ছাড় দেওয়া হবে না।