মোঃ জহির হোসেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর ডাকাতির প্রস্তুতি কালে এসআই মোঃ সোহেল মিয়া কর্তৃক ৩ জন ডাকাত গ্রেফতার ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুর থানা পুলিশ।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত অনুমান ০২.৪৫ টায় ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন দক্ষিন পাশে ঝোপের ভিতর ১০/১৫ জন ডাকাত ডাকাতির করার প্রস্তুতি নিচ্ছে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন। লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার, জনাব ড. এএইচএম কামরুজ্জামান, পিপিএম (সেবা) র দিক নির্দেশনায় এবং লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব, জসীম উদ্দীনের নের্তৃত্বে এসআই মোঃ সোহেল মিয়া সঙ্গীয় ফোর্স সহ অভিজান পরিচালনা করেন। এ সময় ০৩ জন ডাকাতকে ডাকাতির সরঞ্জাম সহ আটক করতে সক্ষম হন।
আটকৃত ডাকাতরা হলো ১। মোঃ শাহীন (২৫), পিতা-শাহজাহান, মাতা-শুকুরী বেগম, সাং-চরপাগলা (মমিন উল্যা চেয়ারম্যান বাড়ী), ৯নং ওয়ার্ড, চরপাগলা ইউপি, ২। মোঃ সোহেল (৩৪), পিতা-আব্দুল মতিন, মাতা-মোরশেদ বেগম, সাং-চরলরেঞ্চ (আব্দুল মতিন ডুবাই ওয়ালাগো বাড়ী), ৪নং ওয়ার্ড, ২নং চরলরেঞ্চ ইউপি, উভয় থানা-কমলনগর, জেলা-লক্ষ্মীপুর, ৩। মোঃ আরিফ হোসেন (২৮), পিতা-আমানত উল্যা, মাতা-জোসনা বেগম, সাং-কামারগাঁও (জল কদর কাজী বাড়ী), ৪নং ওয়ার্ড, ৪নং ভাগ্যকুল ইউপি, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ।
গ্রেফতারকৃত আসামীদের নিকট হইতে ডাকাতির সরঞ্জাম ১টি লোহার তৈরী ছোরা, যাহা কাঠের বাট সহ লম্বা অনুমান ১৬ইঞ্চি, ২টি লোহার তৈরী ছোরা, যাহা কাঠের বাট সহ লম্বা অনুমান ১২ ইঞ্চি , ১টি লোহার তৈরী কোরাবারি, যাহা লম্বা অনুমান ২২ ইঞ্চি, ১টি স্কু-ড্রাইভার, হাতলসহ লম্বা ১০ ইঞ্চি, ১টি এসএস স্টীল পাইপ, লম্বা অনুমান ২৪ ইঞ্চি, ১টি লোহার তৈরী চাপাতি, হাতলসহ লম্বা অনুমান ১২ ইঞ্চি, ৩টি কাপড়ের তৈরী কালো মাক্স জব্দ করা হয়েছে।
এ বিষয়ে এসআই মোঃ সোহেল মিয়া বাদী হইয়া ধৃত আসামীসহ অজ্ঞাতনামা ৮/১০ জনের ডাকাতদের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে লক্ষ্মীপুর থানার মামলা নং-৫৪, তারিখ-২৪/০৯/২০২১ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করিয়া আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।