শাহিদুল ইসলাম ভূঁইয়া (দেবিদ্বার, কুমিল্লা প্রতিনিধি) : কোভিড-১৯ সংক্রমণ রোধে আজ থেকে দেশজুড়ে সাত দিনের কঠোর লকডাউনের ৩য় দিনেও কুমিল্লার দেবিদ্বারে আইন-শৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসন আছে কঠোর অবস্থানে। সকালে উপজেলা সদরে যানবাহন ও জনসাধারনের উপস্থিতি ছিল কম। মানুষ খুব বেশি একটা ঘর থেকে বের হয়নি। তবে লকডাউন অমান্য কারীদের জরিমানা সহ বিয়ে বাড়ির কার্যক্রম বন্ধ করেন ইউনও রাকিব হাসান।
এছাড়াও দেবিদ্বার উপজেলা নিউমার্কেট চত্বর সহ বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে থানা পুলিশ ও উপজেলা প্রশাসন মামলা দিয়ে জরিমানা আদায় করছেন। তবে সড়কগুলোতে রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি ব্যক্তিগত গাড়িও দেখা গেছে।
এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান, সহকারী কমিশনার (ভূমি)মোহাম্মদ গিয়াস উদ্দিন ও ওসি মোঃ আরিফুর রহমান সহ পুলিশের অন্যান্য সদস্য বৃন্দ।