চট্টগ্রামে নগরীর মোহামেডান স্পোর্টিং ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ও আবাহনী স্পোর্টিং ক্লাবে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে এ অভিযানে কাউকে গ্রেফতার করা না গেলেও জব্দ করা হয়েছে জুয়ার সামগ্রী।
শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর র্যাবের ৩টি দল একযোগে নগরীর সদরঘাট এলাকার মোহামেডান ক্লাব, আইস ফ্যাক্টরি রোডের মুক্তিযোদ্ধা ক্লাব এবং হালিশহরের আবাহনী লিমিটেড ক্লাবে অভিযান চালায়।
এসময় ক্লাবগুলো থেকে বিপুল পরিমাণে জুয়ার সামগ্রী জব্দ করা হয়। ক্লাবগুলোতে নিয়মিত তাস এবং বোর্ডের জুয়ার আসর চলতো বলে জানিয়েছে র্যাব। তবে অভিযানের আগেই তারা পালিয়ে যায়। সন্ধ্যার আগে থেকেই ক্লাবগুলো ঘিরে রেখেছিলো সদস্যরা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক(মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কার্যালয়ে অভিযান চালানো হয়। কার্যালয়গুলোতে কাউকে পাওয়া যায়নি। দুইটি ক্লাবের কার্যালয় থেকে বেশ কিছু জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আবাহনী লিমিটেডে অভিযান পরিচালনা করা হয়।