সময়ের পালাক্রমে মধ্যপ্রাচ্যের ক্লাব আল নাসরে নিজের ধার বাড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুর্দান্ত পারফরম্যান্সে সৌদি আরবে দারুণ সময় কাটছে তার। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়ে চলেছেন তিনি। এর মধ্যেই রোনালদো ভক্তদের দুঃসংবাদ দিয়েছে আল নাসর কোচ লুইস কাস্ত্রো।
আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে তাজিকিস্তানের ক্লাব ইস্তিকললের বিপক্ষে ম্যাচে খেলবেন না রোনালদো। মহাদেশীয় প্রতিযোগিতাটিতে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করে ফেলায় পর্তুগিজ তারকাকে বিশ্রামে রাখার পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের।
বয়স ৩৮ পেরোলেও পারফরম্যান্সে রোনালদো যেন টগবগে যুবক। চলতি মৌসুমে সব মিলিয়ে ২৬ ম্যাচে ২৪ গোল করেছেন সিআরসেভেন। তবে উড়তে থাকা রোনালদোকে আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইস্তিকললের বিপক্ষে খেলাবেন না নাসর বস লুইস কাস্ত্রো।
গত শনিবার সৌদি প্রো লিগে প্রতিদ্বন্দ্বী আল হিলালের বিপক্ষে ৩-০ গোল ব্যবধানে হারের ম্যাচে ঘাড়ের ব্যথায় কাতরাতে দেখা গেছে রোনালদোকে। যা বাড়তি চিন্তার কারণ আল নাসরের।
তবে আশা করা যাচ্ছে, আগামী শুক্রবার আল রিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারো মাঠে ফিরবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ পর্তুগিজ তারকা।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম