রেলপথ ট্রানজিটের সুবিধা নেপালকে দেওয়ার সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে দুই দেশের মধ্যে রেলপথে ট্রানজিট সুবিধার লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ খবর জানিয়েছেন।
১৯৭৬ সাল থেকেই নেপালের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক ট্রানজিট চুক্তি রয়েছে। নেপালের পক্ষ থেকে সম্প্রতি বাংলাদেশের রোহনপুর আর ভারতের সিঙ্গাবাদ হয়ে যে রেলপথ আছে, সেখানে আরও একটি ট্রানজিট সুবিধা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধে সাড়া দিয়েছে দেশের সরকার।
এর ফলে চাঁপাইনবাবগঞ্জের রোহানপুর থেকে ভারতের সিঙ্গাবাদ হয়ে নেপালের বীরগঞ্জ পর্যন্ত রেলপথে পণ্য পরিবহন সুবিধা চালু হবে। পাশাপাশি নেপাল সরকারের পক্ষ থেকে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে।
এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। তাঁর কথায়, ‘এটা নিয়ে আলোচনা চলছে। নেপালকে মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দেওয়া হয়েছে।’
পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে দেশের বন্যা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। আসন্ন ভাদ্র মাসে দেশে দীর্ঘমেয়াদি বন্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। বন্যা পরিস্থিতির মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার পাশাপাশি পুনর্বাসন কর্মসূচি গ্রহণের নির্দেশও দিয়েছেন তিনি।