খুলনার পাইকগাছায় ঘুর্ণিঝড় রেমালের তান্ডবে কপোতাক্ষ নদের ভাঙ্গনে রাড়ুলি ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত। লবণ পানি ঢুকে ৪৫ বিঘা সাধু পানির ঘেরের কার্প জাতীয় মাছ মরে গেছে। যাতে ঘের মালিক আফছার গোলদার ৪০ লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তিনি জানান। তিনি সাধু পনিতে দীর্ঘ ২৪ বছর ধরে এ জাতীয় মাছ চাষ করে আসছেন।
তিনি চলতি বছর ২২ লাখ টাকার মাছ মজুদ করে চাষ করছেন। যা আগামী ভাদ্র আশ্বিন মাসে বিভিন্ন ঘেরে বিক্রির জন্য প্রস্তুত করছেন। কিন্তু রেমালের কারণে সেটা আর হয়ে উঠলো না। চলতি বছর তিনি ঘেরের পরিধি বাড়িয়েছেন। বিনিয়োগ বাড়িয়েছেন। যেসব মাছ চাষ করছেন তার মধ্যে রয়েছে রুই, কাতল মৃগেল সিলভার কার্প, জাপানী পুটি, টেবলেট, গ্রাস কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ। ঘেরটি উপজেলারব রাড়ুলী গ্রামে অবস্থিত।
জানা যায়, গত ২০২৩ সালে তিনি ৪২ লক্ষাধিক টাকার মাছ বিক্রি করেন। কিন্তু সোমবারের রেমালের আঘাতে তার এবছরের স্বপ্ন ভেঙ্গে তছনছ হয়ে গেছে। সবকিছুই লন্ডভন্ড। কপোতাক্ষ নদের রড়ুলি জেলে পল্লী নিকটে ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত হয়। যার শিকার হয় আফছার গোলদারের মৎস্য ঘের।
এব্যাপারে আফছার গোলদারের ছেলে আসিফ বলে,আমি ঘেরটি দেখা চ্শুনা করি।কিন্ত মাছ মরে যাওয়া আমরা চরম ক্ষতিগ্রস্ত।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ২:৩৩ | শনিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)