রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ হত্যার ঘটনায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তীব্র প্রতিক্রিয়ার অংশ হিসেবে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে অনুষ্ঠিত এক টকশোর উপস্থাপক বলেছেন, এই হামলার মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজের মৃত্যুদণ্ডে সই করেছেন। খবর-বিবিসির।
গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মস্কোয় রাশিয়ার পারমাণবিক সুরক্ষা ফোর্সের ইনচার্জ লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ নিহত হন। এই সময় তার এক সহকারীও নিহত হয়। এই গুপ্তহত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রধান গোয়েন্দা সংস্থা এসবিইউ-এর একটি বিশেষ অভিযানে তাকে হত্যা করা হয়। গোয়েন্দা সংস্থাটির একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।
কিরিলভ রাশিয়ার রেডিওলজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল সুরক্ষা বাহিনীর প্রধান ছিলেন। সোমবার তাকে কিয়েভে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারে অভিযোগে অভিযুক্ত করেন ইউক্রেনের প্রসিকিউটরা। এ ছাড়া ইউক্রেনে রাসায়নিক অস্ত্রের কথিত ব্যবহারের জন্য যুক্তরাজ্য গত অক্টোবরে তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
ইগর কিরিলভ হত্যার খবর নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টিভির এক রাজনৈতিক টকশোতে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। টক শোর উপস্থাপক এই হত্যার জন্য ইউক্রেনকে দায়ী করে বলেছেন, এই হামলার মাধ্যমে জেলেনস্কি নিজের মৃত্যুদণ্ডে সই করেছেন।
অন্যদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, তদন্তকারীদের অবশ্যই রাশিয়ায় খুনিদের খুঁজে বের করতে হবে। ‘কিয়েভে থাকা তাদের পৃষ্ঠপোষকদের নির্মূল করার জন্য আমাদের অবশ্যই সবকিছু করতে হবে।’
এদিকে এখন অবধি রুশ জেনারেল কিরিলভ হত্যার বিষয়ে এখনো মুখ খুলেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে রুশ রাষ্ট্রপ্রধান আগে বহুবার বলেছেন, নিরাপত্তা হুমকির সম্মুখীন হলে রাশিয়া সব সময় জবাব দেবে। তাই রাশিয়া কিরিলভ হত্যার প্রতিশোধ নিতে পারে এই আশঙ্কা তৈরি হয়েছে।
আজ ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:০০ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি