জহির হোসেন, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেত্রিত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।
বুধবার(৮ জানুয়ারী)দুপুর ২ টায় এই অভিজান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরীন চৌধুরী। মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় এক ফর্মেসীকে ৫০ হাজার টাকা, এক হারবাল চিকিৎসালয়ে ৫০ হাজার টাকা, অস্বাস্থকর খাবার তৈরী, খাবারে ঢাকনা না দেওয়া, রান্নার কাজে সহযোগীদের পোশাক নোংরা থাকা ও স্বাস্থগত সার্টিফিকেট না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় ৩২ হাজার টাকা জরিমানা করা হয় একটি বেকারি ও একটি খাবার দোকানকে।
এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন জেলা মার্কেটিং কর্মকর্তা জনাব মনির হোসেন এবং ড্রাগ সুপার জনাব ফজলুল হক। জনর্থে এই অভিজান অব্যাহত থাকবে