লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে বসত ঘরের জানালার গ্রিল কেটে ডাকাতি হয়েছে, ডাকাতির সময় বৃদ্ধ মাহিলাকে কুপিয়ে যখম করে ডাকাত দল। ঘটনাটি ঘটে সোমবার (২২ আগস্ট) রায়পুর উপজেলার ৬ নং কেরোয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব কেরোয়া আবদুল আজীজ পাটওয়ারী বাড়িতে।
সরজমিনে দেখা যায় রান্না ঘরের জানালার গ্রিল কেটে আবদুল আজীজের ঘরে প্রবেশ করে ডাকাত দল। ঘর মালিকের বক্তব্য অনুযায়ী ডাকাত আবদুল আজীজ (৯০) এর স্ত্রী শাহনারা বেগম (৭০) এর গলার চেইন কানের ধুল চিনিয়ে নেয় এ সময় তিনার বড় ছেলেকে ডাক দিলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে শাহনারা বেগমকে আঘাত করে পালিয়ে যায়। আহত শাহনারা বেগমের চিৎকারে তার ছেলে সহ আশেপাশের লোকজন ছুটে আসে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। ডাকাতির সংবাদ শুনে রায়পুর থানা অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রসঙ্গত রায়পুরের কয়েকটি এলাকায় প্রায়সময় ডাকাত আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মনে। কেরোয়া ইউনিয়নের অনেক বাসিন্দা অভিযোগ করেন এ ইউনিয়নে প্রায় সময় ডাকাতি সংগঠিত হয়। প্রশাসনের সাথে এলাকাবাসী মেম্বার চৌকিদার আলাদা আলাদা গ্রুপ করে পাহারা দিচ্ছে কিন্তু দুঃখ জনক হলে ও কোন ভাবে এ গ্রামে ডাকাতি বন্ধ হয়নি।
ইদানিং রায়পুরের ৫ নং চরপাতা ইউনিয়ন সহ কয়েকটি গ্রামে এলাকাবাসীর মাঝে ডাকাত আতঙ্ক বিরাজ করছে। এতে ডাকাতি বন্ধের লক্ষে ইউনিয়ন চেয়ারম্যান, এলাকাবাসী ও গ্রাম পুলিশ আলাদা আলাদা গ্রুপ করে পাহারা দিচ্ছে।