মোঃ জহির হোসেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুরে নতুন ১২ জন করোনা রুগী শনাক্ত হয়েছে। মে মাসের ৪ তারিখের দিকে রায়পুরে প্রথম ১৩ বছরের এক কিশোরের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায় । এর পর যোগ হয় আরো তিনজন রায়পুরে করোনা রুগীর সংখ্যা বেড়ে হয় ৪ জন।
গত বুধবার (১৩ মে ) রাত ১১ টায় লক্ষ্মীপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায় চট্রগ্রাম থেকে ৫০ টি করোনা টেস্ট রিপোট আসে। যার মধ্যে করোনা পজেটিভ আসে ১৩ টি। এই ১৩ জন করোনা রুগীর মধ্যে রায়পুরের ১২ জন এবং রামগতির ১ জন। এই নিয়ে আজ পর্যন্ত রায়পুরে মোট করোনা রুগী ১৬ জন। সূত্রে জানা যায় নতুন শনাক্ত ১২ জন প্রথম করোনা রুগী ১৩ বছরের কিশোরের সংস্পর্শে এসেছিল। নতুন ১২ জনের শরীরে করোনা শানাক্তে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সচেতন মহলের কয়েকজনের সাথে কথা বল্লে তারা জানান করোনা থেকে মুক্ত থাকার জন্য সচেতনতা ও সামাজিক দুরত্বের বিকল্প নেই। বিভিন্ন সময় নিষেধাজ্ঞা অমান্যকারি দোকানি ও পথচারিদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। কিছু মানুষের খামখেয়ালির কারনে রায়পুর দিনদিনই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সচেতনতার কোন বিকল্প নেই।
মরন ব্যাধি করোনা রোগ বিশ্বব্যপী ছড়িয়ে পড়েছে। সারা বিশ্ব অসহায়ের মত তাকিয়ে আছে আল্লাহর দিকে। চিকিৎসা বিজ্ঞানীরা করোনা প্রতিরোধক ঔষধ ও টিকার জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন , এখন পর্যন্ত কার্যকর কোন ফলাফল পাওয়া যায়নি। সারা বিশ্ব আজ করোনা ভাইরাসের কাছে জিম্মি হয়ে আছে। তবুও আশার বাণী শোনাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা।