মোঃ জহির হোসাইন: লক্ষ্মীপুর জেলার রায়পুর বাজারে (১৯ নভেম্বর) মোঙ্গলবার বেশী দামে লবন বিক্রি করায় দুই ব্যাবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
সকাল থেকে কিছু অসাধু চক্র গুজব ছড়ায় লবনের কেজি ২০০ টাকা হবে। এমন গুজব দেশের অন্যান্য স্থানের মত রায়পুর বাজার এবং বাজারের আশেপাশের গ্রামে ছড়িয়ে পড়ে। বিকেলের দিকে বাজার এবং গ্রামের মহিলা পুরুষ বাজারে এসে দোকানে অতিরিক্ত লবন কিনা শুরু করে। কিছু কিছু দোকানে ক্রেতাদের ভিড় জমে যায়।
গুজবের ঘটনায় মোঙ্গলবার সন্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী বিভিন্ন দোকানে অভিজান পরিচালনা করে দুজনকে জরিমান করেন এবং অন্যদের সতর্ক করেন।
এসময় আলম ভূইঁয়ার পাইকারী দোকান থেকে ৫০ হাজার ও খালেক অ্যান্ড সন্সে ২ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ব্যাবসায়ীদের দোকানে বিক্রয় তালিকা মূল্য ও মজুদ পণ্যের তালিকা ঝুলানোর নির্দেশ প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় রায়পুর থানার ওসি মো. তোতা মিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও্ একইদিন সন্ধ্যায় জন সচেতনতা বৃদ্ধির জন্য বাজারে ক্রেতা ও ব্যবসায়ীদের সচেতন করতে মাইকিং করা হয়।