জাহির হোসেন, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর রায়পুর পৌর ২ নং ওয়ার্ডের রাম্তার চিত্র, বিগত কয়েক বৎসরে ও এই রাস্তার কোন সংস্কার হয়নি। রায়পুর পোস্ট অফিসের উত্তরে ব্রীজের গোড়া থেকে দেনায়েতপুর বাইনা খালের ব্রীজ পর্যন্ত রাস্তাটি বড় বড় গর্তে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোন কোন যায়গায় ৮/১০ ফিট পর্যন্ত কার্পেটিং উঠে গেছে তৈরী হয়েছে বড় বড় গর্ত গটছে দুর্ঘটনা।
এই রাস্তাটি রায়পুর বাজারের একটি গুরুত্বপূর্ণ সড়ক। দেনায়েতপুর, চরপাতা,গাজীনগর, বংশাল, সাহেবগঞ্জ,আলোনিয়া, দূর্গাপুর, একলাশপুর সহ অনেক গুলো গ্রামের মানুষ এই রাস্তায় রায়পুর আসাযাওয়া করে। রায়পুর বাজার গ্রাম্য বাজারের জন্য বড় একটি পাইকারি বাজার। রায়পুর বাজারের সাথে প্রতিদিন কয়েক কোটি টাকার বানিজ্য হয়। উল্লেখিত গ্রামের ব্যবাসায়ীদের ব্যবসার মালামাল এই সড়কের মাধ্যমে পরিবহন করা হয়। অথচ দীর্ঘদিন যাবৎ রাস্তাটি জনপ্রতিনিধিদের অবহেলায় পড়ে আছে। কারো কোন মাথাব্যাথা নেই। মনে হয় এ যেন জনপ্রতিনিধিহীন এলাকা।
স্থানীয় কয়েকজনের সাথে কথা বল্লে তারা ক্ষোভে বলেন প্রতিনিধিদের জনগনের সুবিধা অসুবিধার প্রতি কোন নজর নেই। আমাদের ভোট তাদের প্রয়োজন নেই, তাই আমরা সুবিধা বঞ্চিত। আমাদের রাস্তাটি দীর্ঘদিন জনপ্রতিনিধির অবহেলায় পড়ে আছে।জরুরী ভাবে রাস্তাটি সংস্কার করা প্রয়োজন। দয়াকরে রায়পুর পৌর কর্তৃপক্ষের নিকট দ্রুত রাস্তাটি সংস্কার করার দাবি জানাচ্ছি।