মোঃজহির হোসেন, লর্ক্ষ্মীপুরঃ লর্ক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে রবিবার (২২ মার্চ) ভ্রাম্যমান আদালতের অভিযান।
রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরীর নেতৃত্বে এই অভিযান হয়।
এসময় ভোক্তা অধিকার আইন ২০০৯/৩৮ ধারায় পেঁয়াজের অতিরিক্ত দাম রাখায় দুই দোকনে ১২০০০টাকা, নিউ দরবার হোটেলকে ১০,০০০ টাকা,আল হাবিব এন্টারপ্রইজ চাউলের আড়ৎকে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইন ২০০৯/৩৮ অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নিজে দাঁড়িয়ে থেকে ন্যাজ্য মূল্যে পেঁয়াজ চাউল বিক্রির ব্যবস্থা করেন।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রভাবে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নিত্যপন্যের দাম বাড়িয়ে দিয়েছে। নিয়মিত বাজার মানিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। জন স্বার্থে অভিজান অভ্যাহত থাকবে।