রায়পুর উপজেলা প্রতিনিধি,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর জেলার রায়পুরে ডাক্তারের ভুল চিকিৎসায় আলী হায়দর (৬০) নাম এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনরা রায়পুর মাতৃ ছায়া হসপিটালে হামলা ও ভাঙচুর করে।সোমবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হায়দর আলী রায়পুর উপজেলা, রাখালিয়া গ্রামের হাবিবউল্লার ছেলে।আলী হায়দর রাখালিয়া ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন।তিনি বিকাল ৩তার দিকে সর্দার বাড়ির সামনে চায়ের দোকানে চা পান করা অবস্থায় ঘুরে পড়ে যান।পরে তাকে উদ্ধার করে রায়পুর মাতৃছায়া হাসপাতালে ভর্তি করান তারা। হাসপাতালের চিকিৎসক সৈয়দ সাখাওয়াত হোসেন রোগীর ডায়রিয়া রোগ নির্ণয় করে চিকিৎসা দেন। রোগীর অবস্থার অবনতি হলে চাঁদপুর ডায়রিয়া হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে নিহতের বিক্ষুব্ধ স্বজনরা মরদেহ নিয়ে রায়পুরের মাতৃছায়া হাসপাতালে এসে ভাঙচুর চালায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রোগীর স্বজনরা বলেন, ‘স্ট্রোকের রোগীকে ডায়রিয়ার চিকিৎসা দেয়ায় আলী হায়দার মারা গেছেন।
হাসপাতালের ব্যবস্থাপক তুহিন চৌধুরী জানান, আলী হায়দার নামে এক ডায়রিয়ার রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়। রাতে হঠাৎ অ্যাম্বলেন্স নিয়ে ১০/১৫ জন লোক এসে হাসপাতাল ভাঙচুর করে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তোতা মিয়া জানান, ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ এনে স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।