আন্তর্জাতিক ডেস্কঃ এখন থেকে রাস্তায় চলার পাশাপাশি আকাশেও উড়বে গাড়ি। না শুনতে সায়েন্সফিকশন টাইপ লাগলেও সম্প্রতি নতুন একটি গাড়ি আকাশে ওড়ার অনুমতি দিয়েছে স্লোভাকিয়া সরকার। একটি বিশেষ সুইচ চাপলেই সড়কে থেকে আকাশে উড়াল দেবে এই গাড়িটি। এ জন্য সময়ও লাগবে মাত্র দুই মিনিট ১৫ সেকেন্ড।
‘এয়ার কার’ নামে এই উড়ন্ত গাড়িটি তৈরি করেছেন স্টেফান ক্লেইন। গাড়িটি ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে ৭০ ঘণ্টা আকাশে ওড়ার পাশাপাশি ২০০ বার উড্ডয়ন ও অবতরণ করেছে। কর্তৃপক্ষের কাছ থেকে সফলভাবে আকাশে ওড়ার স্বীকৃতিও পেয়েছে উড়ন্ত গাড়িটি।
স্টেফান ক্লেইন জানান, নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে উড়ন্ত গাড়িটি তৈরি করেছেন তিনি। এ জন্য নিজে প্রতিষ্ঠা করেছেন ক্লেইন ভিশন নামে প্রতিষ্ঠান। গত বছরের জুনে পরীক্ষামূলকভাবে ৩৫ মিনিট এটি নিয়ে আকাশে উড়েছিলেন তিনি। স্লোভাকিয়ার পরিবহন কর্তৃপক্ষের এ স্বীকৃতি ভবিষ্যতে তাকে বাণিজ্যিকভাবে এই উড়ন্ত গাড়ি তৈরিতে সহায়তা করবে বলে আশা করেন।
স্পোর্টস কারের আদলে তৈরি উড়ন্ত গাড়িটি সর্বোচ্চ আট হাজার ফুট উঁচুতে ১৬০ কিলোমিটার (১০০ মাইল) গতিতে চলতে পারে। পুরোদস্তুর উড়োজাহাজের মতোই ওঠানামা করতে সক্ষম হলেও গাড়িটির জ্বালানি পেট্রোল পাম্প থেকেই নেওয়া যাবে। তবে চালকের প্রয়োজন হবে পাইলটের লাইসেন্স।
উল্লেখ্য, উড়ন্ত গাড়ির প্রদর্শনী বিশ্বে এটিই প্রথম নয়। ২০১৮ সালে ড্রোনের মতো দেখতে একটি ফ্লায়িং-ট্যাক্সির প্রোটোটাইপ সামনে এনেছিল উবার। তবে এখনও চূড়ান্ত সম্মতির ধাপ পার হতে পারেনি তারা। এছাড়া যুক্তরাষ্ট্রেও টেরাফিউজিয়া নামে একটি প্রতিষ্ঠানের উড়ন্ত গাড়ি এয়ারওর্দিনেস সনদ পেয়েছে।
সূত্র: ডয়েচে ভেলে, সিএনএন, বিবিসি।