ইউক্রেনের সীমান্ত সংলগ্ন রাশিয়ার ইয়েস্ক শহরের আবাসিক এলাকায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রশিক্ষণ চলার সময় বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে গেলে এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি ছিল এসইউ-৩৪ বোমারু মডেলের একটি বিমান। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই এর পাইলট বেরিয়ে আসতে সক্ষম হন।
একজন স্থানীয় অধিবাসী জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। তিনি বলেন, সেখানে একটি বিস্ফোরণের শব্দ হয়েছিল। ভেতরের সবকিছু পুড়ে যাচ্ছিল আর ধোঁয়া বের হয়ে আসছিল। আগুন নেভাতে দমকল কর্মীরা কাজ করছিল এবং কিছুক্ষণ পরপর যুদ্ধবিমানটির গোলাবারুদ বিস্ফোরিত হচ্ছিল।
রাশিয়ার স্থানীয় গণমাধ্যম ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, বিস্ফোরণে এপার্টমেন্ট ভবনের পাঁচটি ফ্লোরে আগুন ধরে যায় এবং সবার ওপরের ফ্লোরটি ভেঙ্গে পড়ে। এ ঘটনায় ৪৫টি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়। ভবনটিতে প্রায় ৬০০ মানুষ বসবাস করতো।
প্রসঙ্গত, ইয়েস্ক শহরটির অধিবাসীর সংখ্যা প্রায় ৯০ হাজার। এখানে রাশিয়ার একটি বড় বিমান ঘাঁটি রয়েছে। বিস্ফোরণের পরপর শহরটির গভর্নর প্রত্যেক অধিবাসীর অবস্থান সম্পর্কে খোঁজ নিতে শুরু করেছেন।