আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের দীর্ঘতম সেতু ক্রিমিয়ার ক্রাচ ব্রিজ বিস্ফোরণে ইউক্রেনকে দায়ী করার একদিনের মাথায় দেশটির বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আজ সোমবার (১০ অক্টোবর) এ ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জন নিহত হয়েছে বলে দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সী।
টানা কয়েক মাস পর এদিন প্রথমবারের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রনালয় জানিয়েছে এ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের শেভচেনকিভস্কি এলাকায় ২৪ জন গুরুতর আহত হয়েছে। এদিকে ইউক্রেনের স্থানীয় সংবাদ্মাধ্যম জানিয়েছে, কিয়েভে মেট্রো ট্রেন পরিষেবা বন্ধ হয়ে গেছে এবং সমস্ত ভূগর্ভস্থ স্টেশন এখন আশ্রয়কেন্দ্র হিসেবে কাজ করছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে জানিয়েছেন, উদ্ধার অভিযান চলাকালীন রাজধানীর প্রধান রাস্তাগুলি এখন নিরাপত্তা বাহিনী বন্ধ করে দিয়েছে। এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে যে একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র যে রাস্তায় আঘাত করেছে সেখানে দেশটির নিরাপত্তা সংস্থা এবং ভলোদিমির জেলেনস্কির অফিস অবস্থিত।
কিয়েভ ছাড়াও ইউক্রেমের যাইটোমির,খেমেলনাইটস্কি, ডনিপ্রো, লিভিভ, টেরনোপিল শহরেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা লিখেছেন ইউক্রেনের শান্তিপূর্ণ শহরে পুতিন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তবে সে ইউক্রেনকে পরাজিত করতে কোনোভাবেই সক্ষম হবে না।