রাশিয়ায় একটি তেল শোধনাগারে ছড়িয়েছে ভয়াবহ আগুন। গতকাল শনিবার (২৪ জুন) ভেরোনেজ শহরে ঘটে এ ঘটনা। স্থানীয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করে।
অঞ্চলটির গভর্নর জানান, শোধনাগারের একটি জ্বালানি ট্যাংকে আগুন লাগে। ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে সে আগুন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় শতাধিক ফায়ারসার্ভিস কর্মী। ঘণ্টাব্যাপী অভিযানের পর নিয়ন্ত্রণে আসে আগুন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তবে অগ্নিকাণ্ডের কারণ নিয়ে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি। তবে সেসময় শহরটিতে ওয়াগনার গ্রুপের যোদ্ধারা অবস্থান করছিলো। আগুন ছড়ানোর আগ মুহূর্তে সেস্থান দিয়ে দুটি হেলিকপ্টার উড়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এর পরপরই শোধনাগারটিতে বিস্ফোরণ ও আগুনের গোলা দেখা যায় বলে দাবি তাদের।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন