পাকিস্তানে একটি রান্না প্রতিযোগিতায় এলাকার হোটেল থেকে বিরিয়ানি এনে বিচারকদের সামনে প্রদর্শন করলেন এক প্রতিযোগী। সেটা দেখে রেগে চেয়ার ছেড়ে উঠে যান বিচারক। এক প্রতিবেদনে এমনটি দাবি করছে হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, ‘দ্য কিচেন মাস্টার’ নামে পাকিস্তানে একটি রান্নার প্রতিযোগিতা হচ্ছে। সম্প্রতি সেই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা গেছে, একজন প্রতিযোগী তার এলাকার বিখ্যাত হোটেল থেকে বিরিয়ানি কিনে এনে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন। বিচারদের কাছে বিষয়টি স্বীকারও করেছেন। বিষয়টি জেনে বিচারকরা ওই প্রতিযোগীকে চলে যেতে বলেন, কিন্তু তিনি প্রতিযোগিতা ছেড়ে যেতে অস্বীকৃতি জানান।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওই প্রতিযোগী জানান, তাকে কেউ বলেনি বাইরে থেকে খাবার এনে প্রতিযোগীতায় অংশগ্রহণ করা যাবে না। তিনি খুব কষ্ট করে এই খাবার কিনে এনে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তিনি এমন খাবার বানাতে পারবেন। তাই প্রতিযোগিতা ছেড়ে যবেন না তিনি।
এ সময় বিচারকরাও বলেন, এটাতো একটা প্রতিযোগিতা, এখানে নিজের বানানো খাবার দিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে হয়। খাবার যিনি বানাবেন, যার খাবার সবচেয়ে ভালো হবে তিনিইতো নির্বাচিত হবেন।
বিষয়টা নিয়ে ওই প্রতিযোগী ও বিচারকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে একজন বিচারক মঞ্চ ছেড়ে চলে যান। ভিডিও ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে। কেউ কেউ প্রতিযোগীর পক্ষে কথা বলছেন। তারা প্রতিযোগীর আত্মবিশ্বাসকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে, অনেকে বলছে, এটা জালিয়াতি অথবা বোকামি।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন