হুমায়ুন কবির, রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা হল রুমে ১৬ মে বৃহস্পতিবার দুপুরে আদিবাসী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ বিষয়ক এক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও মৌসুমী আফরিদা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম। এ সময় তিনি আদিবাসী সম্প্রদায়ের ৯৩৪ জন শিক্ষার্থীদের মাঝে ৩ লক্ষ টাকার উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। জানা গেছে, প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৯ লক্ষ ৬০ হাজার টাকা আদিবাসী ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বাবদ বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শাহয়িার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান সোহের রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম , সহকারি কমিশনার ভূমি সোহাগ চন্দ্র সাহা, অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, অধ্যক্ষ তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যানবৃন্দ , আদিবাসী সংগঠনের সভাপতি সূগা মুর্মু, বিভিন্ন আদিবাসী নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
হুমায়ুন কবির
রাণীশংকৈল, ঠাকুরগাঁও
০১৭৭৬৮২৪১৯৮