আজ শনিবার (২৬ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের সান্টিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।
গত তিন দিন আগে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে উড়িয়ে টানা ছয় হারের প্রতিশোধ নিয়েছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের কাছেও সর্বশেষ চার ম্যাচে হেরেছে কাতালানরা। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ সে প্রতিশোধ নিতে নামছেন রাফিনহা-লেভানদোভস্কিরা।
এর আগে এল ক্ল্যাসিকোতে দু’দলের ৩০০ দেখায় বার্সার ১২৫ জয়ের বিপরীতে ১১১ ম্যাচ জিতেছে রিয়াল। মাদ্রিদের ৪৮৯ গোলের বিপরীতে কাতালানরা গোল করেছে ৫২৫টি।
প্রসঙ্গত, আজকের এই ম্যাচ ফুটবলবিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দু। চ্যাম্পিয়নস লিগে গত সপ্তাহে নিজ নিজ ম্যাচে হ্যাটট্রিক করেছেন রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র ও বার্সার রাফিনহা। দুরন্ত ফর্মে থাকা দুই ব্রাজিলিয়ানের মুখোমুখি লড়াই দেখার জন্য উন্মুখ ফুটবলবিশ্ব।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:২৩ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি