হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (১৭ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ অধিদপ্তরের উদ্যোগে ৩ দিনব্যাপি চলমান করোনা প্রতিরোধ প্রচারণা এবং জনউদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন হিসেবে, মাস্ক ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
এ উপলক্ষে এদিন দুপুরে পৌরশহরে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরীর নেতৃত্বে এ জনসচেতনতা মূলক কার্যক্রম শুরু করা হয়।
প্রথমদিনে পৌরশহরের বিভিন্ন স্পটে শিক্ষার্থী, পথচারিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে প্রায় ৪ হাজার মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। সাথে সাথে মাইক দিয়ে সচেতনতামূলক প্রাচারাভিযান চালানো হয়।
এ সময় ডাঃ মুনিম, ডাঃ ইমরানউদ্দিন আহমেদ,ডাঃ আবিদা, স্যানেটারি ইন্সপেক্টর সারওয়ার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে পৌরশহরসহ সমগ্র উপজেলার বিভিন্ন হাট-বাজার দোকান-পাট ও গ্রামগঞ্জে ৩ দিনের কার্যক্রমে পথচারিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে প্রায় ১০ হাজার মাস্ক ও লিপলেট বিতরণ এবং কাইক দিয়ে জনউদ্বুদ্ধকরণ প্রাচারাভিযান চালানো হবে।