হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) শহীদ ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এদিন দুপুরে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জূলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,ভাইস।
বিশেষ অতিথি ছিলেন, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, শিক্ষা অফিসার রাহিম উদ্দীন ও আলী শাহরিয়ার।
আরও উপস্থিত ছিলেন, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,মহিলা আ’লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন,মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রভাষক সুকুমার মোদক ও প্রশান্ত বসাক, প্রেসক্লাব সভাপতি কুশমত আলী ও ফারুক আহমদসহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
সভায় সরকারি বিধি মোতাবেক শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।